এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের খবরটার পর এল আরেকটা খবর। ওই খবরেও ধাক্কা খাবে যুক্তরাজ্যের মন্ত্রিসভা। জানা গেল বরিস জনসনের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

আজ শুক্রবার ওই তথ্য জানিয়েছেন হ্যানকক নিজেই।

টুইটারে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শনাক্ত হওয়ার পরীক্ষায় ‘পজিটিভ’ হওয়ার পর নিজ বাসায় আলাদা হয়ে (আইসোলেশন) থাকছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বরিস জনসনের শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা যায়। সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাজ্যের প্রধান মেডিকেল কর্মকর্তা অধ্যাপক ক্রিস উইটির পরামর্শে বরিস জনসন করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন।’

টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন সেলফ আসোলেশনে রয়েছি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের দায়িত্ব পালন করব, যেহেতু আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি।’