এবার কি কোকা-কোলায় নজর এলন মাস্কের?
চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর এবার কি তাহলে বিশ্বখ্যাত কোমল পানীয়ের প্রতিষ্ঠান কোকা-কোলার দিকে চোখ পড়ল এলন মাস্কের? হাস্যরসের মাধ্যমে এমনই এক গুঞ্জন জুড়ে দিয়েছেন খোদ এ ধনকুবেরই।
মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক টুইট করেছেন, ‘এরপর আমি কোকা-কোলা কিনতে যাচ্ছি, যাতে আবারও এর মধ্যে কোকেন মেশাতে পারি।’
আজ বৃহস্পতিবার এ টুইটটি করার পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে এ টুইটে ২২ লাখের বেশি লাইক পড়েছে। এ ছাড়া রিটুইট করা হয়েছে তিন লাখ ৬৫ হাজারের বেশি বার।
অবশ্য এ টুইট যে ইলন মাস্ক মজার ছলেই করেছেন, তা অবশ্য পরে আরও দুটি টুইট করে বুঝিয়ে দিয়েছেন। এর একটিতে তিনি লিখেছেন, ‘চলুন, টুইটারকে সর্বোচ্চ মজা করার স্থান হিসেবে তৈরি করি।’ আরেকটিতে লেখেন, ‘শুনুন, আমি অলৌকিক কিছু করতে পারি না।’
এর আগে সব জল্পনা-কল্পনা শেষে গত মঙ্গলবার টুইটার কেনেন এলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তাঁর খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। ১৬ বছর ধরে চলতে থাকা এ সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্ব পরিবর্তন পুরো বিশ্বের জন্যেই অন্যতম একটি মুহূর্ত।
এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন এলন মাস্ক। এবার পুরো মালিকানাই তাঁর দখলে।
টুইটার কেনার ঘোষণার পর এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, ‘বাক্স্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। টুইটার হলো সেই ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।’