এবার বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গতকাল রোববার রাতে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে একটি রকেট দূতাবাসের ক্যাফেটেরিয়ায় আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।
তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে বা এতে সম্ভাব্য হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ইরাক নতুন করে আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ইরাকের সরকারের প্রতি মার্কিন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বাগদাদের গ্রিন জোনের পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আত-তাজি ও আল-বালাদে গত কয়েক দিনে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেনারা। হামলায় কাসেম সোলেইমানি, ইরাকের মিলিশিয়া বাহিনী হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আট কমান্ডার নিহত হন। এ ঘটনার পর ইরাক ও ইরানে মার্কিনবিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।
সেদিন জেনারেল সোলেইমানি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন।
জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ডের পরপরই ইরাকি পার্লামেন্ট দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করে। এ ছাড়া গত শুক্রবার ইরাকের প্রায় ২০ লাখ মানুষ রাজধানী বাগদাদে বিক্ষোভ মিছিল করে তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানায়।