এবার ব্রাজিলের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/31/brazil.jpg)
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। মিশেল ছাড়াও বলসোনারো সরকারের আরো এক মন্ত্রীর নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে ফার্স্ট লেডির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। এর আগে চলতি মাসের গোড়ায় প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।
ব্রাজিল প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ফার্স্ট লেডি মিশেল বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীর এখন ভালো আছে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ম্যাক্রস পোন্টেস জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বলসোনারো সরকারের পাঁচজন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিয়েছিলেন জাইর বলসোনারো। ওই বৈঠক থেকে ফেরার পরেই ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধিদলের বেশ কয়েকজনের কোভিড পজিটিভ ধরা পড়ে। তাতে উদ্বিগ্ন হয়েই ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে তিনবার নমুনা টেস্ট করতে পাঠান জাইর বলসোনারো। তিনবার রিপোর্ট নেগেটিভ আসে। তবে চতুর্থবারে তাঁর রিপোর্টে পজিটিভ আসে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহে সিএনএন ব্রাজিলকে দেওয়া লাইভ সাক্ষাত্কারে জাইর বলসোনারো নিজেই করোনাভাইরাসে আক্রান্তের কথা ঘোষণা করেন। জানান, তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এও জানান, তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন।
করোনা মহামারির শুরু থেকেই করোনাভাইরাসকে রীতিমতো তাচ্ছিল্য করেছিলেন ৬৫ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট। বলেছিলেন এটা 'সামান্য ফ্লু'। শেষ পর্যন্ত তিনি নিজেও কোভিড-১৯-এ আক্রান্ত হন। সম্প্রতি জাইর বলসোনারো করোনা থেকে সেরে ওঠার কথা জানান।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। তারপরই রয়েছে ব্রাজিল। আবার শুধু লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে হিসাব করলে ব্রাজিলই করোনায় শীর্ষে রয়েছে।
ব্রাজিলের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় ৯০ হাজার ৩৮৩ জন মারা গেছে। করোনা সংক্রমিত হয়েছে ২৫ লাখ ৬৬ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১১ হাজার ২৪৭ জন, মৃত্যু হয়েছে এক হাজার ১৮৯ জনের। এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১৭ লাখ ৮৭ হাজার ৪১৯ জন। ব্রাজিলে এ মুহূর্তে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৯৬৩ জন।