এবার ভারতে মধ্যপ্রদেশে ‘জোরপূর্বক ধর্মান্তরবিরোধী বিল’ পাস

Looks like you've blocked notifications!
ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের পর এবার ‘জোরপূর্বক ধর্মান্তরবিরোধী বিল’ পাস করল মধ্যপ্রদেশ রাজ্য।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক- ২০২০’ বিলটি।

প্রতিবেদনে বলা হয়, বিলটি আইনে পরিণত করতে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করা হবে। জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেওয়া হবে প্রশাসনিক হেফাজতে।

বিলটি যদি আইনে পরিণত হয়, তবে অপরাধীকে ১০ বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা গুনতে হবে।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সঙ্গে জড়িত পণ্ডিত বা মাওলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের এখতিয়ার পাবে পুলিশ, সেই সঙ্গে ন্যূনতম পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড।

তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন দুমাস সময়। এরমধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন- সেটি প্রমাণিত না হলে ভোগ করতে হবে এই সাজা।