এবার লাদাখে মাউন্টেন ওয়ারফেয়ার ফোর্স মোতায়েন করল ভারত

Looks like you've blocked notifications!

চীনকে প্রতিহত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাহাড়ের ওপর দাঁড়িয়ে যুদ্ধে পারদর্শী যেসব ভারতীয় সেনারা, এবার লাদাখে চীনকে মোকাবিলা করতে তাদের পাঠিয়েছে ভারত।

লাদাখের উঁচু এলাকার ফরোয়ার্ড লোকেশনগুলোতে মাউন্টেন ওয়ারফেয়ার ফোর্স মোতায়েন করা হয়েছে। চীনা আগ্রাসনের জবাব দিতেই এ পদক্ষেপ বলে জানা গেছে।

ভারতের অভিযোগ, চীন বারবার  চেষ্টা করেছে পাহাড়ের উঁচু জায়গা থেকে ভারতকে সরিয়ে লাদাখের সুবিধাজনক লোকেশনগুলো তারা দখল করতে পারে। নতুন করে চীন সে চেষ্টা করেছে বলেও অভিযোগ ভারতের। ফলে এবার পার্বত্য গতিবিধিতে পটু ভারতীয় সেনার বিশেষ বাহিনীকে উঁচু এলাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ২৯ আগস্ট থেকে নতুন করে লাদাখে সংঘাতের আবহ দেখা গেছে। তারপর থেকেই প্যানগং লেকের সীমানায় দুদেশের সেনাদের মধ্যে ক্রমেই উত্তেজনার পারদ চড়েছে।

গত ৭ সেপ্টেম্বর রেচিন লা ও রেজাং লা এলাকায় শোনা যায় বন্দুকের শব্দ। ওইদিন প্যাংগং লেকের দক্ষিণে দুদেশের সেনাই শূন্যে গুলি চালায় বলে জানা যায়। সে ঘটনার পর থেকেই সেনা মোতায়েন শুরু করেছে চীন। পাল্টা সেনা মোতায়েন করেছে ভারতও। যার পর থেকে পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে লাদাখে।

এ মুহূর্তে দুদেশের সেনা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় সেনা চীনের কর্মকাণ্ডের ওপর গভীর নজর রাখছে। ভারতের অভিযোগ, চীন প্যাংগং এলাকায় অন্তত ২০ থেকে ৩০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে।

প্যাংগংয়ে চীনা সেনাবাহিনী ছয় হাজার সৈন্য মোতায়েন করেছে বলেও ভারতের দাবি। ভারতীয় সেনার অধীনে থাকা গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়াগুলো দখলের উদ্দেশ্যেই চীন সৈন্য বহর বাড়াচ্ছে বলে অভিযোগ। যে কারণে চীনা সেনার আগ্রাসন রুখতে এবারে মাউন্টেন ওয়ারফেয়ার ফোর্স মোতায়েন করল ভারত।