এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করল সুদান
সামাজিক ও অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ না হলেও মহাকাশ জয় করেছে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদান।
প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সুদান। আর ওই স্যাটেলাইট উৎক্ষেপণে সুদানকে সহায়তা করেছে চীন।
উত্তর-পূর্ব আফ্রিকার দেশটির সামরিকবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আজ বুধবার এই খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। সংবাদ সংস্থাটি জানিয়েছে, উত্তর চীনের সানঝি প্রদেশ থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
সুদানের স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য সামরিক, অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণা করা।
এ বিষয়ে দেশটির সামরিকবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ও তথ্য সংগ্রহের উদ্দশ্যেই উৎক্ষেপণ করা হয়েছে এই স্যাটেলাইট।
বিষয়টি নিশ্চিত করে সুদানের সার্বভৌম পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল ফকি সুলায়মান জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে সুদান থেকে স্যাটেলাইটটি পরিচালনা করা হবে।