এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল রাশিয়া

Looks like you've blocked notifications!
এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গুস লেইদ্রে। ছবি : রয়টার্স

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গুস লেইদ্রেকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ত্যাগের নির্দেশ দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে নিজেদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে রুশ সরকার। খবর : বিবিসি।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ভীতি ছড়াচ্ছে এবং আমাদের দেশের বিরুদ্ধে অন্যান্য দেশে প্রতিকূল মনোভাব উসকে দিচ্ছে— এস্তোনিয়া তাদের মধ্যে অন্যতম। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে— রাশিয়ার বিরুদ্ধে মনগড়া ভীতি ছড়ানোকে তাল্লিন তার রাষ্ট্রীয় নীতির অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাই আমরাও এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’

একই দিন সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা বলেন, ‘এটা সবাই জানে যে, যেসব দেশ রাশিয়ার প্রতি সবচেয়ে নিষ্ঠুর মনোভাব পোষণ করে, এস্তোনিয়া তাদের মধ্যে অন্যতম।’

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইইউ’র কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাশিয়া।