করোনা আতঙ্কে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
বৈশ্বিক মহামারি করেনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৮৬৯ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৯৭১ জন। এই মুহূর্তে দেশটিতে করোনা আতঙ্ক বিরাজ করছে। এবার সেই আতঙ্কের বলি হলেন ইলিনয় অঙ্গরাজ্যের এক দম্পতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন এমনটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন ইলিনয় অঙ্গরাজ্যের এক দম্পতি। এরপর স্ত্রীকে গুলি করে হত্যার পর আতঙ্কিত স্বামীও আত্মহত্যা করেছেন।
পুলিশ বলছে, আতঙ্কিত হয়ে মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৫৪ বছর বয়সী প্যাট্রিক জেসেরনিক। করোনায় আক্রান্ত হয়েছেন ভেবে প্যাট্রিক তাঁর স্ত্রী চেরিল শ্রিফারকে (৫৯) গুলি করে হত্যা করেন। তারপর সেই পিস্তল দিয়ে নিজেও আত্মহত্যা করেন।
ইলিনয় অঙ্গরাজ্যের লকপোর্ট টাউনশিপের ব্রুস রোডের বাড়ি থেকে প্যাট্রিক ও তাঁর স্ত্রী চেরিলর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের মরদেহ ছিল আলাদা দুই কক্ষে। বন্দুকটি ছিল চেরিলর মরদেহের পাশে।
ময়নাতদন্তে জানা গেছে, নিজের মাথায় গুলি করার আগে স্ত্রী চেরিলকে পেছন থেকে গুলি করেন প্যাট্রিক।