করোনাকে হারিয়ে দিলেন ১০৬ বছরের বৃদ্ধা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শেষ হাসি হাসলেন যুক্তরাজ্যের ১০৬ বছর বয়সী কোনি টিচেন। বলা হচ্ছে, তিনিই দেশটির সবচেয়ে বয়সী কোভিড-১৯ রোগী, যিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
তিন সপ্তাহ বার্মিংহাম সিটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর গত মঙ্গলবার হাসপাতাল ছাড়েন কোনি টিচেন। এ সময় হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত মাসের (মার্চ) মাঝামাঝি নিউমোনিয়ার আশঙ্কা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোনি। সুস্থ হওয়ার পর তিনি বলেন, ‘আমার খুবই সৌভাগ্য যে আমি এ ভাইরাসকে পরাজিত করতে পেরেছি।’
যুক্তরাজ্যের ওয়েস্ট বার্মিংহাম স্বাস্থ্যসেবা ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা মনে করেন, কোনি যুক্তরাজ্যের সবচেয়ে বয়োবৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তি।
কোনির নাতনি অ্যালেক্স জোন্স জানান, তাঁর দাদি সব মোকাবিলা করতে পারেন। তিনি বলেন, ‘তিনি খুবই কর্মব্যস্ত জীবন যাপন করেন। তিনি নাচতে ভালোবাসেন, সাইকেল চালাতে ও গলফ খেলতে ভালোবাসেন। নিজের কাজ নিজেই করেন তিনি। এমনকি তাঁর খাবার নিজেই সব সময় রান্না করেন।
১৯১৩ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কোনি দুটি বিশ্বযুদ্ধ পার করেছেন। এবার জয়ী হয়েছেন করোনার বিরুদ্ধেও।