করোনাভাইরাসেরও বাঁচার অধিকার আছে : ভারতের উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী
নভেল করোনাভাইরাসেরও প্রাণ আছে। তারও আছে বাঁচার অধিকার—এবার এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন ভারতের উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সারা বিশ্ব যেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, বিশ্বজুড়ে যখন প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, করোনার থাবায় বেড়ে চলেছে মৃত্যু মিছিল, সেখানে দাঁড়িয়ে কীভাবে করোনাভাইরাসকে নির্মূল করে মানবজাতিকে রক্ষা করা যায় সেই চেষ্টায় লাগাতার গবেষণা চালাচ্ছেন চিকিৎসক বিজ্ঞানীরা। আর ঠিক সে সময় করোনাভাইরাসের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে ফের বিতর্কের মধ্যমণিতে উঠে এলেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী।
ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, ‘দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে- আমরা পৃথিবীর বুকে যেমন বাঁচতে চাই, করোনাভাইরাসও তেমন বাঁচতে চায়। অথচ আমরা দিনরাত তার পেছনে পড়ে আছি। আর সেই কারণেই করোনা বাঁচার তাগিদে ক্রমশ তার রূপ বদলাচ্ছে।’
ত্রিবেন্দ্র বলেন, ‘এই করোনাভাইরাসেরও বাঁচার অধিকার রয়েছে। আজ মানুষের থেকে বাঁচতেই করোনাভাইরাস বহুরুপী হয়ে গেছে।’
ত্রিবেন্দ্রর এই মন্তব্য ঘিরে এরই মধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে নানা মহলে।
বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বরাবরই চমক দিয়ে এসেছেন। এর আগে তিনি গরুকে কেন গোমাতা বলা হয় তার কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘গরুই একমাত্র প্রাণী যারা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে আবার নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন ত্যাগ করে। তাই গরুর সঙ্গে রোজ কিছুক্ষণ সময় কাটালে শ্বাসকষ্টজনিত রোগ সেরে যাবে।’