করোনাভাইরাস : আইফেল টাওয়ারের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বের যেসব দেশ সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার মধ্যে ইউরোপের ফ্রান্স অন্যতম। প্রাণঘাতী ভাইরাসটির কবল থেকে মানুষের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা।

কাজের স্বীকৃতিস্বরূপ এবার বিখ্যাত আইফেল টাওয়ারের মাধ্যমে কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্যারিসের সাধারণ মানুষের জন্যও আইফেল টাওয়ারের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়—বাড়িতে থাকুন (Stay ‍at Home)।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় টাওয়ারের বিখ্যাত ঝিলিমিলি আলোকসজ্জার পাশাপাশি ইংরেজিতে ‘Merci’ লেখা ভেসে ওঠে। ফ্রেঞ্চ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’। এ সময় সাধারণ মানুষকে বাড়িতে থাকার বার্তাও দেওয়া হয়।

আইফেল টাওয়ারের ওই আলোকসজ্জার সময় লকডাউনে থাকা ফরাসি নাগরিকরা নিজ নিজ বাড়ির জানালা ও বারান্দা থেকে উল্লাসে মেতে ওঠেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

প্যারিসের মেয়র অ্যানি হিদালগো জানান, এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় আইফেল টাওয়ারে লাইট শো প্রদর্শিত হবে।

ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ, যার মধ্যে এক হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।