করোনাভাইরাস : ইকুয়েডরে রাস্তায় ১৫০টি মরদেহ

Looks like you've blocked notifications!

ইকুয়েডরের সেনা ও পুলিশ দেশটির বন্দরনগরী গুয়াকুইলের রাস্তা ও বাসাবাড়ি থেকে করোনায় মারা যাওয়া ১৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশপাশের এলাকায় তিন হাজার ৫০০-এর বেশি লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াকুইলের বাসিন্দারা এর আগে সামাজিক মাধ্যমে রাস্তায় পড়ে থাকা মৃতদেহের ভিডিও প্রকাশ করেন। খবর : বাসস।

অনেকে তাঁদের বাড়ি থেকে মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে বার্তা পাঠায়। কর্তৃপক্ষ মৃতদেহ থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়ায় বাড়িতে মারা যাওয়া মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে মৃতদেহ থেকে দূরে থাকার বার্তা সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাস মহামারি ভয়ংকর হয়ে উঠেছে। দেশটিতে মোট তিন হাজার ১৬০ জন আক্রান্ত ও বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।