করোনাভাইরাস : চীনে ইস্যু করা সব ভিসা বাতিল করল ভারত

Looks like you've blocked notifications!

চীনে করোনাভাইরাসের সংক্রমণে চারশরও বেশি মানুষের মৃত্যুর পর প্রতিবেশী ভারত সে দেশে ইস্যু করা সব ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

নজিরবিহীন এই পদক্ষেপের অর্থ হল, কোনো চীনা নাগরিক বা চীনের বাসিন্দা অন্য কোনো দেশের নাগরিকের আগে থেকে ভারতীয় ভিসা থাকলেও তাঁরা এখন সে দেশে ঢুকতে পারবেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ মঙ্গলবার সকালে একটি টুইট করে জানিয়েছে, ‘আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে আগে থেকে জারি করা ভিসা আর বৈধ বলে গণ্য হবে না।

যারা ভারতে যেতে চান তাঁদের বেইজিংয়ের ভারতীয় দূতাবাস অথবা সাংহাই ও গুয়াংঝুতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে নতুন করে আবেদন করতেও বলা হয়েছে।

এমনকী যে সব চীনা নাগরিক ১৫ জানুয়ারির পর ভারতে প্রবেশ করেছেন তাঁদেরকেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হটলাইন নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে তাঁদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানানো হয়নি।