করোনার গোষ্ঠী সংক্রমণ রুখে দিয়েছে নিউজিল্যান্ড : জেসিন্ডা আরডার্ন
কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ বন্ধ করে এ মুহূর্তে করোনাভাইরাসমুক্ত নিউজিল্যান্ড। কয়েকদিন ধরে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক অংকের ঘরে ছিল। গতকাল রোববার নিউজিল্যান্ডে একজনের করোনা শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ড ‘এখন করোনামুক্ত’ দাবি করে বলেছেন, ‘নিউজিল্যান্ডে বড় ধরনের অচিহ্নিত কোনো গোষ্ঠী সংক্রমণ নেই। আমরা সে যুদ্ধে জয়লাভ করেছি।’
ভাইরাসের বিস্তার রোধে চরম কড়াকড়ির লকডাউনে যাওয়ার কিছু সময় আগেই এমন সংবাদ পেয়েছে নিউজিল্যান্ডবাসী।
এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে নিত্যপণ্য নয় এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হবে বলেও জানা গেছে। তবে সামাজিক দূরত্ব মেনে এসব কাজ করতে হবে। বেশিরভাগ মানুষ আরো কিছু দিন ঘরে থাকবে।
প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম চালু করছি। তবে আমাদের জনজীবন স্বাভাবিক করছি না।’
নিউজিল্যান্ডে এ পর্যন্ত এক হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৯ জন। বাকি ২৭০ জন চিকিসাধীন রয়েছেন।