করোনার ছোবল, স্বামীর মৃত্যুর ৮ দিনের মাথায় প্রতিমার প্রয়াণ

Looks like you've blocked notifications!
স্ত্রী প্রতিমার সঙ্গে কবি শঙ্খ ঘোষ। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সদ্যপ্রয়াত কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, করোনায় আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হওয়ার আট দিনের মাথায় মৃত্যু হলো তাঁর স্ত্রী প্রতিমা ঘোষেরও। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। বয়স হয়েছিল ৮৯ বছর।

গত কয়েক দিনে প্রতিমার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার শক্তিশালী কবি শঙ্খ ঘোষ। সংক্রমিত হন প্রতিমা ঘোষও। গত ২১ এপ্রিল সকালে অসীমের পথে যাত্রা হয় শঙ্খ ঘোষের। তিনিও ৮৯ বছর বয়সে পরলোকগমন করেন।

দীর্ঘ ৬৫ বছরের বৈবাহিক জীবন এই দম্পতির। মাত্র আট দিনের ব্যবধানেই জীবনযুদ্ধে ইতি টানলেন প্রতিমা ঘোষ।