করোনার প্রকোপ কমছে, খুলে দেওয়া হলো সিডনির তিন সমুদ্রসৈকত
করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনির তিনটি সমুদ্রসৈকত খুলে দেওয়া হয়েছে। ম্যারুব্রা সৈকতে অনেককেই সার্ফিং করতে দেখা গেছে। সৈকতগুলোতে ব্যায়াম করারও অনুমতি দেওয়া হয়েছে। তবে সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্রসৈকত এখনো বন্ধ রয়েছে।
তবে সমুদ্রসৈকত খুলে দেওয়ার এমন সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ কমে গেলেও এ সমুদ্রসৈকতগুলোই ভাইরাস ছড়ানোর হট স্পটের মধ্যে রয়েছে। তবে দেশটির সরকার বলছে, করোনার সংক্রমণ কমে যাওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নাগরিকদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতেই সমুদ্রসৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার তিনটি বড় অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মাত্র সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে রেকর্ড করা হয়েছে।
তবে সমুদ্রসৈকত খুলে দিলেও এখনো দেশটিতে লকডাউন চলছে। কর্তৃপক্ষ বারবার নাগরিকদের সতর্ক করছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ছয় হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৬৭ জন।
এদিকে, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৪ লাখ তিন হাজার ৯৬৩ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ২২৭ জন।