করোনার বিরুদ্ধে লড়ছে বিশ্ব, সৌদিতে ৫৪২টি বিয়ের আবেদন

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। ভাইরাসটি মোকাবিলায় লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। করোনা প্রতিষেধকের জন্য যখন মাথার ঘাম পায়ে ফেলছে চিকিৎসা বিজ্ঞানীরা ঠিক এমন সময় বিয়ে করার নেশায় মেতেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মানুষ।

সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মহামারি করোনার মধ্যেই সৌদি আরবে ৫৪২টি বিয়ের আবেদন জমা পড়েছে অনলাইনে। দেশটির আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘নাজিস’ পোর্টালের মাধ্যমে এই আবেদন জানিয়েছেন যুবক-যুবতীরা।

মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করার পর থেকে অনলাইনে এই আবেদনগুলো করা হয়েছে। 

‘নাজিস’ পোর্টালের মাধ্যমে করা এমন আবেদন গৃহীত হলে যুবক যুবতীরা আদালতে শারীরিকভাবে উপস্থিত না হয়েও বিয়ে সম্পন্ন করতে পারেন। 

শুধু তাই নয়, একই সঙ্গে হাসপাতালে উপস্থিত না হয়ে ব্যবহারকারীরা মেডিকেল চেকআপ করাতে পারেন আইনে। মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্সে ইলেক্ট্রনিক উপায়ে বিয়ে রেকর্ড করতে পারেন।