করোনার মধ্যে নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
মহামারি করোনাভাইরাসের মধ্যেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।
সোমবার স্থানীয় সময় (২৭ এপ্রিল) সকাল ১০টা ৫২ মিনিটে দেশটির দক্ষিণ দ্বীপাঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে নিউজিল্যান্ডে টিভি।
খবরে বলা হয়, ভূমিকম্পে ডুনেডিন, কুইন্সটন ও ইনভারকারগল এলাকার অধিবাসীরা কেঁপে ওঠেন। এটির উপকেন্দ্র ছিল তে আনাউ অঞ্চল থেকে উত্তরে ও মিলফোর্ড সাউন্ড এলাকা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
এ ছাড়া নয়দিন আগে ওই এলাকার কাছাকাছি আরো একটি ভূমিকম্প হয়। তবে সেটি তেমন শক্তিশালী ছিল না।