করোনায় বিশ্বে মৃত বেড়ে ৫৯ হাজার, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত ১৪৮০

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ২১৭ জনে। শুধু যুক্তরাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগ। এ পর্যন্ত করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যায় এটিই সর্বোচ্চ।

নেদার‍ল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১১ লাখ পাঁচ হাজার ৩০৬ জন। তাঁদের মধ্যে বর্তমানে আট লাখ ২৩ হাজার ২৮২ জন চিকিৎসাধীন এবং ৩৫ হাজার ৪২৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই লাখ ২১ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরের চীনে সর্বপ্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে নতুন আরো পাঁচজনসহ শুক্রবার পর্যন্ত দেশে মোট ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সরকার।