করোনায় সাংবাদিক মারা গেলে পরিবার পাবে ১০ লাখ রুপি

Looks like you've blocked notifications!
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে কোনো সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর পরিবারকে ১০ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ সোমবার তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

‘হিন্দি সাংবাদিকতা দিবস’ উপলক্ষে রাজ্যের সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

এ সময় যোগী আদিত্যনাথ বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত, সামাজিক আন্দোলন এবং দেশ গঠনে হিন্দি সাংবাদিকতার অভূতপূর্ব অবদান রয়েছে। হিন্দি সাংবাদিকতা দিবসে সব সাংবাদিককে আমার আন্তরিক শুভেচ্ছা।’

মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ভবিষ্যতেও উৎসাহিত করবে।

সাংবাদিকদের প্রচেষ্টার প্রশংসা করে যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘এ রকম চ্যালেঞ্জিং ও পরীক্ষার সময় সব সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী আমাদের জন্য প্রাসঙ্গিক এবং বস্তুনিষ্ঠ তথ্য তুলে আনতে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তারা সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা করে কাজ করেছেন যা প্রশংসনীয়।’

করোনায় অন্যান্য অনেক পেশার মানুষের মতো সাংবাদিকরাও মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন আদিত্যনাথ।