করোনায় স্পুটনিকের এক ডোজের টিকার অনুমোদন রাশিয়ার
আর দুই ডোজ নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি’র একটি ডোজই কার্যকর হবে করোনা রুখতে—এমনটাই দাবি করেছে রাশিয়া। একটি ডোজ প্রয়োগে দেওয়া হয়েছে অনুমোদনও। তবে স্পুটনিকের দুটি ডোজ এবং একটি ডোজের কার্যকারিতায় কিছুটা পার্থক্য থাকবে বলেও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) একটি বিবৃতিতে দাবি করা হয়েছে- স্পুটনিক ভি টিকার দুটি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে একটি ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।
রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা ৬০টির বেশি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি-কে অনুমোদন দেয়নি।
আরডিআইএফ’র বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় দুই কোটি মানুষ স্পুটনিকের প্রথম ডোজ নিয়েছে।