করোনায় ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Looks like you've blocked notifications!
করোনায় বিশ্বজুড়ে কমপক্ষে সাত হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফাইল ছবি 

করোনায় বিশ্বজুড়ে কমপক্ষে সাত হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এর মধ্যে মেক্সিকোতেই কমপক্ষে এক হাজার ৩২০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, যা যেকোনো দেশের মধ্যে সর্বাধিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেক্সিকোর পরে যুক্তরাষ্ট্রে এক হাজার ৭৭ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর কথা জানিয়েছে, যেখানে করোনা মহামারিতে আক্রান্ত এবং মৃত্যুর হার বেশি রয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় এবং ভারতে উদ্বেগজনক সংখ্যা রয়েছে। যেখানে সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণের হার বেড়েছে।

সংস্থাটির অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়বিচারবিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘অন্যকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সাত হাজারেরও বেশি লোক মারা যাওয়ার বিষয়টি এক বিস্ময়কর মাত্রার সংকট। প্রত্যেক স্বাস্থ্যকর্মীরই কর্মক্ষেত্রে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যকর্মীদের এত মৃত্যু বড়ই লজ্জার।’

কোভিড-১৯ এ যে সব দেশে সর্বাধিক স্বাস্থ্যকর্মী মারা গেছেন তাদের মধ্যে মেক্সিকোতে এক হাজার ৩২০, মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজার ৭৭, যুক্তরাজ্যে ৬৪৯, ব্রাজিলে ৬৩৪ রাশিয়ায় ৬৩১, ভারতে ৫৭৩, দক্ষিণ আফ্রিকায় ২৪০, ইতালিতে ১৮৮, পেরুতে ১৮৩, ইরানে ১৬৪ এবং মিশরে ১৫৯ জন রয়েছে।

সংস্থাটি জানায়, স্বাস্থ্যকর্মীদের এ মৃত্যুহার সত্যিকার অর্থে কম মনে হলেও অনেক দেশ সরকারিভাবে তা সংরক্ষণ করেনি।