করোনা আতঙ্কে এবার হোলি উৎসব করবেন না মোদি
প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের জেরে আসন্ন হোলি উৎসবে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোনো জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্ক অবস্থান অবলম্বন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন।
‘বিশ্বজুড়ে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তা রুখতে বিশেষজ্ঞরা বড় কোনো জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই এই বছর আমি কোনো হোলি উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’ বুধবার সকালে টুইট করেন প্রধানমন্ত্রী।