করোনা ইস্যুতে চীনকে ‘মাশুল গুনতে’ হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি

Looks like you've blocked notifications!

করোনা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনার উৎসস্থল চীনের বিরুদ্ধে বলতে গেলে সরাসরি হুমকির পথ ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন চীনের দিকে কেবল সন্দেহের আঙুল তুলেছিলের ট্রাম্প। এরপর চীনে করোনায় মৃত্যুর সংখ্যা হঠাৎ বাড়ালে চীনের দিকে সরাসরি তোপ দাগা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়েছেন, যদি দেখা যায় যে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ‘জেনেশুনে ভুল’-এর ফলাফল এবং সে ‘ভুল’ চীন করেছে, তাহলে তা ক্ষমা অযোগ্য। চীনকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে বলেও বার্তা দিয়ে রাখেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘যদি এটা ভুলবশত হয়ে থাকে, তাহলে বলব, ভুল তো ভুলই। কিন্তু যদি তারা জেনেশুনে কাজটি করে থাকে, তাহলে হ্যাঁ, অবশ্যই এর মাশুল গুনতে হবে তাদের।’ 

ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, ১৯১৭ সালের পর থেকে যা দেখেনি বিশ্ব, তাই এখন দেখা যাচ্ছে। করোনা ইস্যুতে চীনের সরকারি পরিসংখ্যান নিয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এ ছাড়া চীন কোনো ‘সত্য’ গোপন করছে বলে মনে করে ট্রাম্প একাধিকবার বার্তাও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘জেনেবুঝে ভুল করা’ আর ‘পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়ে ভুল’ হয়ে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘এটা কি ভুলে হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নাকি এটা ইচ্ছাকৃত? এ দুইয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে।’ 

মার্কিন প্রেসিডেন্টের দাবি,  করোনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে খুব একটা পাত্তা দেয়নি চীন। ট্রাম্প বলেন, ‘দুটো পরিস্থিতির মধ্যে যেটাই হোক, তাদের উচিত ছিল আমাদের এর মধ্যে ঢুকতে দেওয়া। আমরা একদম শুরুর দিকেই এর মধ্যে ঢুকতে চেয়েছিলাম। কিন্তু ওরা (চীন) চায়নি আমরা এর মধ্যে আসি। আমার মনে হয়, ওরা জানত খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আর ওরা এ নিয়ে অপ্রস্তুত ছিল।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা বলছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।  তাই দোখা যাক, তাদের তদন্ত থেকে কী জানা যায়। তবে তদন্ত আমরাও করছি।’

চীনে করোনায় মৃত্যুর সরকারি যে হিসাব দেওয়া হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। চীনের সরকারি হিসাবে দেখা যায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনায় মৃত্যুহার দশমিক ৩৩। এ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য, ‘যে হিসাব দেখানো হচ্ছে, তা অসম্ভব। এমন (কম মৃত্যুর হার) হতেই পারে না।’

যুক্তরাষ্ট্রে সাত লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ৬৮ হাজারের কিছু বেশি মানুষ। আর আজ রোববার পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেছে ৩৯ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে চীনকে করোনা ইস্যুতে ছাড় দিতে মোটেই রাজি নয়, তা আরো একবার প্রমাণ করল ট্রাম্পের এ বার্তা।