করোনা উপেক্ষা করে পার্টি, পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিহত ১৩
পেরুতে করোনাভাইরাস সংক্রমণ রুখতে আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে পার্টি করার সময় পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে ১৩ জন নিহত হয়েছে। এ সময় তিন পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, শনিবার রাতে রাজধানী লিমার কাছে একটি নৈশ ক্লাবে পুলিশ অভিযান শুরু করে। এ সময় সেখানে থাকা লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লিমার থমাস রেস্টোবার ক্লাবে প্রায় ১২০ জন পার্টিতে অংশ নিয়েছিল। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পার্টিতে অংশ নেওয়া অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে নাইট ক্লাব ও বার বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া পারিবারিক অনুষ্ঠানেও জনসমাগম ১২ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
পেরুতে এ পর্যন্ত প্রায় লাখ ৮৫ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনায় মারা গেছে অন্তত ২৭ হাজার ৪৫৩ জন।