করোনা থেকে সুস্থ এক কোটি ৫৭ লাখের বেশি মানুষ

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৩১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৫ লাখ ৯৯ হাজার ৮৭৯ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৮২৭ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৫৭ লাখ পাঁচ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩১ লাখ ২৭ হাজার ৪১৮ জন, ব্রাজিলে ২৬ লাখ ৭০ হাজার ৭৫৫, ভারতে ২২ লাখ ২০ হাজার ৭৯৯, রাশিয়ায় সাত লাখ ৬১ হাজার ৩৩০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ১০২, পেরুতে তিন লাখ ৮০ হাজার ৭৩০, চিলিতে তিন লাখ ৬৭ হাজার ৮৯৭, মেক্সিকোতে তিন লাখ ৭৬ হাজার ৪০৯, ইরানে তিন লাখ পাঁচ হাজার ৮৬৬, পাকিস্তানে দুই লাখ ৭৩ হাজার ৫৭৯, সৌদি আরবে দুই লাখ ৭৭ হাজার ৬৭, তুরস্কে দুই লাখ ৩৫ হাজার ৫৬৯, ইতালিতে দুই লাখ চার হাজার ৯৬০, জার্মানিতে দুই লাখ আট হাজার ৯৫০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, বাংলাদেশে এক লাখ ৭২ হাজার ৬১৫, কাতারে এক লাখ ১৩ হাজার ২১৬, কানাডায় এক লাখ ১০ হাজার ৬৪৮, ফ্রান্সে ৮৪ হাজার ৮২৯ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮৫১ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭১ হাজার ২৬৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ২৯৬, সিঙ্গাপুরে ৫৩ হাজার ৬৫১, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ১৬৯, অস্ট্রেলিয়ায় ১৮ হাজার ৪৬০ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৪৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আট লাখ দুই হাজার ৯৭১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।