করোনা থেকে সুস্থ ৩৯ লাখ ২৫ হাজারের বেশি মানুষ

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৭৮ হাজার ২১৬ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৮৮৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৯ লাখ ২৫ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে আট লাখ ৪১ হাজার ৯৩৪ জন, ব্রাজিলে তিন লাখ ৯৬ হাজার ৬৯২, রাশিয়ায় দুই লাখ ৬৯ হাজার ৩৭০ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৭৩ হাজার ৮৫, জার্মানিতে এক লাখ ৭১ হাজার ৬০০, তুরস্কে এক লাখ ৪৯ হাজার ১০২, ইরানে  এক লাখ ৪৪ হাজার ৬৪৯, ভারতে এক লাখ ৫৪ হাজার ২৩১, পেরুতে এক লাখ সাত হাজার ১৩৩, চিলিতে এক লাক ৩১ হাজার ৩৫৮, মেক্সিকোতে এক লাখ এক হাজার ৭৬৭, সৌদি আরবে ৮১ হাজার ২৯, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৬৭ এবং ফ্রান্সে ৭২ হাজার ৫৭২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৫৮ হাজার ৫২৩ জন, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৮০০,  বাংলাদেশে ১৭ হাজার ২৪৯, বেলজিয়ামে ১৬ হাজার ৪৯৮, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৯৫৮,  দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬৯১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৮৩ এবং মালয়েশিয়ায় সাত হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ২৮ হাজার ২১০ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।