করোনা থেকে সেরে উঠেছে সাড়ে ১৮ লাখের বেশি মানুষ

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ এক হাজার ৫৩২ জন। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ ২৬ হাজার ৭৬৬ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৮১৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৫৮ হাজার ১০৬ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ৪৬ হাজার ৩৮৯ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৫ হাজার ৯৪৫ জন, জার্মানিতে এক লাখ ৫৩ হাজার ৪০০, ইতালিতে এক লাখ ২৫ হাজার ১৭৬, তুরস্কে এক লাখ ৯ হাজার ৯৬২, ইরানে  ৯৪ হাজার ৪৬৪, ব্রাজিলে ৯৪ হাজার ১২২, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৩৮ এবং ফ্রান্সে ৬১ হাজার ২১৩ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া রাশিয়ায় ৬৭ হাজার ৩৭৩ জন, কানাডায় ৩৮ হাজার ৫৫০, সুইজারল্যান্ডে ২৭ হাজার ৫০০,  মেক্সিকো ৩৩ হাজার ৩২৯, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৫৬৩, বেলজিয়ামে ১৪ হাজার ৬৩০, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৯০৪, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩৯২ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ১৬ হাজার ৬৭১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।