করোনা থেকে সেরে উঠেছে ২৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সারি। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে তিন লাখ ৫২ হাজার ২২৭ জনের। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮৫ হাজার ৮৮৬ জনে। এত মৃত্যু আর আক্রান্তের ভিড়ে সুস্থ হওয়ার খবরও রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাস থেকে সেরে উঠেছে ২৪ লাখ ৩০ হাজার ৭৫২ জন। এ ছাড়া চিকিৎসাধীন ২৮ লাখ ৪৯ হাজার ৮১০ জন।

মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ানো যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে চার লাখ ৭৯ হাজার ৯৬৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন। করোনাভাইরাসের উৎপত্তি হওয়া দেশ চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয় ৮২ হাজার ৯৯৩ জন এবং সেরে উঠেছে ৭৮ হাজার ২৮০ জন।

সেরে ওঠার তালিকায় ভালো অবস্থানে রয়েছে জার্মানি। দেশটির এক লাখ ৮১ হাজার ২৮৮ জন করোনা রোগীর মধ্যে এক লাখ ৬২ হাজার জনই সেরে উঠেছে। ইতালিতে দুই লাখ ৩০ হাজার ৫৫ জন রোগীর মধ্যে এক লাখ ৪৪ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছে।

এদিকে ভারতে এক লাখ ৫১ হাজার ৮৭৬ জন করোনা রোগীর মধ্যে ৬৪ হাজার ৪২৬ জন সুস্থ হতে পেরেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের করোনা আপডেটে এসব তথ্য দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।