করোনা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সংখ্যা গত তিন দিনের তুলনায় কিছুটা বেশি। তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, তাদের অভ্যন্তরীণ কোনো সংক্রমণ নেই। নতুন সংক্রমিত সবাই বিদেশ থেকে এসেছে।
উপসর্গবিহীন সংক্রমিতদের সংখ্যা আলাদাভাবে হিসাব করে চীন। উপসর্গ না থাকলেও করোনাভাইরাস রয়েছে, নতুন করে এমন ৪০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে করোনাভাইরাস নিয়ে এখনো পাল্টাপাল্টি দোষারোপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগে বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে মহামারি নিয়ে ‘ষড়যন্ত্র ও মিথ্যা’ ছড়িয়ে যাচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক ভাইরাসে সংক্রমিত, যা গুটিকয়েক রাজনীতিবিদকে চীনকে আক্রমণ করতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কোভিড-১৯-এর মহামারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সময় ও জীবন দুই-ই অপচয় করছে।’
চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার একই অভিযোগ তুলেছেন যে, চীন মহামারিকে লুকানোর চেষ্টা করেছে এবং বিশ্বকে এ বিষয়ে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।