করোনা প্রতিরোধে ভারতে ২০০ জনকে গোমূত্র পান করাল হিন্দু মহাসভা
করোনাভাইরাসের প্রকোপে ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন। এর কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা।
তবে এরই মধ্যে করোনাভাইরাস থেকে বাঁচার উপায় নাকি জেনে গেছে ভারতের হিন্দু মহাসভা! তাদের দাবি, করোনাভাইরাস সারাতে পারে একমাত্র গোমূত্র!
এর আগে বিশেষজ্ঞরা বারবার জানিয়েছেন, গোমূত্রের ব্যবহারে ক্যানসার বা করোনাভাইরাস তো দূরের কথা, সাধারণ সর্দি-কাশিও কমে না। তবে তা সত্ত্বেও ভারতের বেশ কিছু হিন্দু সংগঠন গোমূত্রকে অনেক রোগের প্রতিষেধক হিসেবে প্রচার করে আসছে।
জানা গেছে, ভারতের হিন্দুত্ববাসী সংগঠন অখিল ভারতীয় হিন্দু মহাসভা দিল্লিতে গত শনিবার তাদের দলীয় কার্যালয়ে গোমূত্র পার্টির আয়োজন করে। সেখানে তারা প্রায় ২০০ জনকে গোমূত্র পান করিয়েছে। আর তা করানো হয়েছে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে। হিন্দু মহাসভার সদস্যদের বিশ্বাস, গোমূত্রে কিছু ওষুধি গুণ রয়েছে, যা করোনাভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এর আগে কর্ণাটকে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। জানা গেছে, মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয় শনিবার সন্ধ্যায়। যদিও সরকারিভাবে এখনো সেই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানানো হয়নি।
তবে যে হাসপাতালে ওই ব্যক্তি ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসকদের দাবি, অসুস্থ ব্যক্তি কয়েক দিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। এরপর তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ লক্ষ করা গেলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।