করোনা প্রাণ কাড়ল গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত শিল্পী স্নিডের
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গসপেল (ঈশ্বরের সুসমাচার) শিল্পী ট্রয় স্নিড। তাঁর বয়স ছিল মাত্র ৫২।
ট্রয় স্নিডের মুখপাত্র বিল কারপেন্টার জানিয়েছেন, গতকাল সোমবার ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি হাসপাতালে মারা যান এ শিল্পী। ইউএসএ টুডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।
১৯৯৯ সালে তরুণ খ্রিস্টানদের জন্য গাওয়া অ্যালবাম ‘হাইয়ার’-এর জন্য গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন স্নিড। গানের মাধ্যমে ঈশ্বরের বাণী প্রচারে পুরো যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন তিনি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য প্রিচারস ওয়াইফ’-এ তাঁকে দেখা গিয়েছিল। ২০০৬ সালে তাঁর ‘দ্য স্ট্রাগল ইজ ওভার’ বিলবোর্ডে এক নম্বর স্থান দখল করে নিয়েছিল।
ট্রয় স্নিডের এ পর্যন্ত সাতটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘ওয়ার্ক ইট আউট’ ও ‘মাই হার্ট সেইস ইয়েস’সহ বেশ কয়েকটি হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। এ ছাড়া আপবিট ‘হল্লেলুজা’র জন্য তিনি সুপরিচিত।