করোনা প্রাণ নিল কৌতুকশিল্পী টিম ব্রুকের
ব্রিটিশ কৌতুকশিল্পী টিম ব্রুক-টেইলর (৭৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ‘দ্য গুডিস’-এর সদস্য ছিলেন। তাঁর প্রতিনিধি জানান, গতকাল রোববার কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে তিনি মারা যান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘দ্য গুডিস’-এর অন্য দুই সদস্য গ্র্যামি গার্ডেন ও বিল ওডি। তাঁদের গান ‘ফাঙ্কি গিবন’ ১৯৭৫ সালে যুক্তরাজ্যের চার্টে সেরা দশে জায়গা করে নিয়েছিল। তাঁদের টেলিভিশন শো সত্তরের দশকে যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয় ছিল।
ষাট ও সত্তরের দশকে যুক্তরাজ্যের টেলিভিশন কমেডির অন্যতম কুশীলব ছিলেন তিনি। মন্টি পাইথনের জনপ্রিয় শো ‘ফ্লাইং সার্কাস’ ও ‘নট দ্য নাইন ও ক্লক নিউজ’-এর সঙ্গেও জড়িত ছিলেন তিনি। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ব্রুক-টেইলর বিবিসি রেডিওর ব্যাপক জনপ্রিয় কমিক কুইজ অনুষ্ঠান ‘আই অ্যাম সরি আই হ্যাভ নট ক্লু’-এর প্যানেলিস্ট ছিলেন। স্ত্রী ক্রিস্টিন ও দুই ছেলে রেখে গেছেন ব্রুক-টেলইর।