করোনা প্রাণ নিল গ্র্যামিজয়ী সংগীতশিল্পী অ্যাডামের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যামি ও এমি অ্যাওয়ার্ডজয়ী সংগীতশিল্পী ও গীতিকার অ্যাডাম স্লেসিঙ্গার। রক ব্যান্ড ফাউন্টেইনস অব ওয়েইনের জন্য ব্যাপক জনপ্রিয় এই শিল্পী ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করলেন।
মার্কিন সাময়িকী ভ্যারাইটি ডটকমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, হলিউডের খ্যাতিমান নির্মাতা টম হ্যাঙ্কস অ্যাডামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গতকাল বৃহস্পতিবার করা এক পোস্টে টম লেখেন, অ্যাডাম নেই তো সুরও নেই। কোভিড-১৯ তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। তিনি গভীরভাবে শোকাহত।
নব্বইয়ের দশকের বিখ্যাত ব্যান্ড ফাউন্টেইনস অব ওয়েইনের সহগীতিকার ছিলেন অ্যাডাম। গোল্ডেন গ্লোব, টনি, গ্র্যামি, এমিসহ আরো বেশ কিছু বিখ্যাত অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০০৯ সালে ‘আ কোলবার্ট ক্রিসমাস : দ্য গ্রেটেস্ট গিফট অব অল’-এর জন্য তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পান। এ ছাড়া তিনি তিনবার এমি অ্যাওয়ার্ড পান।
এদিকে, টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন সম্প্রতি অস্ট্রেলিয়ায় অবস্থানকালীন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাঁরা কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরেন। নিজেদের সুস্থ হয়ে ওঠার খবরও সম্প্রতি সবাইকে জানান দেন এই তারকা দম্পতি।