করোনা প্রাণ নিল সোফিয়ার বাবার

Looks like you've blocked notifications!
মারা গেছেন সোফিয়া মাইলসের বাবা পিটার মাইলস। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সায়েন্স ফিকশন সিরিজ ‘ডক্টর হু’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী সোফিয়া মাইলসের বাবা পিটার মাইলস মারা গেছেন। ‘ডক্টর হু’ সিরিজের ‘দ্য গার্ল ইন দি ফায়ারপ্লেস’ পর্বে মাদামের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হওয়া অভিনেত্রী এ খবর টুইটারে নিজেই জানিয়েছেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, টুইটারে বাবার মৃত্যুর খবর জনিয়েছেন সোফিয়া নিজেই। টুইটে তিনি বলেন, ‘পিটার মাইলসের আত্মার শান্তি হোক। কয়েক ঘণ্টা আগে আমার বাবা মারা গেছেন। করোনাভাইরাস অবশেষে তাঁর প্রাণ নিল।’

গত শনিবার বাবা, ভাই ও নিজের ছবির ভক্তদের উদ্দেশে শেয়ার করে সোফিয়া লিখেছিলেন, ‘দারুণ স্মৃতি’।

আরেক টুইট-বার্তায় সোফিয়া মাইলস বাবার সঙ্গে শেষ দেখার ছবি শেয়ার করে লেখেন, ‘গতকাল বাবাকে দেখতে গিয়েছিলাম। এটাই করোনাভাইরাসের নিষ্ঠুর বাস্তবতা।’ 

হলিউডের বেশ কয়েকজন প্রভাবশালী তারকা কোডিভ ১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—হলিউড দম্পতি টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন, ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা, সাবেক ‘বন্ড’ গার্ল ওলগা কুরিলেঙ্কো, ‘ফ্রোজেন টু’ অভিনেতা র‍্যাচেল ম্যাথুস, ড্যানিয়েল দা কিম, ‘গেম অব থ্রোনস’ তারকা ক্রিস্টোফার হিভজু ও ইন্দিরা ভার্মা, টিভি সঞ্চালক অ্যান্ডি কোহেন, ‘বোন জোভি’ সদস্য ডেভিড ব্রায়ান ও অভিনেত্রী দেবী মাজহার। প্রাণঘাতী এই ভাইরাস এর মধ্যে বিশ্বে ১৩ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।