করোনা শনাক্তের পর্যাপ্ত যন্ত্র নেই, স্বীকার করল যুক্তরাষ্ট্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/06/us-corona.jpg)
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস যে হারে দেখা দিয়েছে, তাতে রোগটি শনাক্তের জন্য পর্যাপ্ত পরিমাণ যন্ত্র দেশটির হাতে নেই বলে স্বীকার করেছে হোয়াইট হাউস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, এ সপ্তাহে ১০ লাখ শনাক্তকরণ যন্ত্র সরবরাহের যে প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা রক্ষা করতে পারছেন না তাঁরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব জানানো হয়েছে।
এর আগে করোনা শনাক্ত করার যন্ত্রের ঘাটতির জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের বৈঠকে এমন অভিযোগ করেন ট্রাম্প।
ঝুঁকি মোকাবিলায় দ্রুতগতিতে আট কোটি ৩০ লাখ মার্কিন ডলারের জরুরি করোনাভাইরাস বিলে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটন, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায়। ২০ অঙ্গরাজ্যে ২০০ জনের মতো এতে আক্রান্ত হয়েছে। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা তার কর্মীদের বাসায় থেকেই রিমোট ওয়ার্ক টেকনোলজির মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছে।
ক্যালিফোর্নিয়া উপকূলে সাড়ে তিন হাজার যাত্রী ও ক্রুসহ দ্য গ্র্যান্ড প্রিন্স ক্রুজ শিপকে আটকে রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৮০টির বেশি দেশে ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চীনা স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯ জন বেড়ে ৮০ হাজার ৫৬৫ জন হয়েছে। যদিও পরিস্থিতি আগের চেয়ে ভালো বলেও দাবি করেছে তারা।
জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ওসাকা ইউনিভার্সিটি ও দেশটির বায়োফার্মাসিউটিক্যালস ফার্ম এনজেস যৌথভাবে ‘ডিএনএ ভ্যাকসিন’ তৈরিতে কাজ শুরু করেছে। তারা বলছে, সব সময় হাত পরিস্কার রাখতে হবে। দ্বিতীয়ত, হাঁচি বা কাশি টিস্যুপেপারে দিতে হবে। তৃতীয়ত, ব্যবহৃত টিস্যুটি দ্রুত ডাস্টবিনে ফেলতে হবে।