কলকাতায় জেএমবি সন্দেহে তিন বাংলাদেশি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। আজ রোববার দুপুরে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা জেমএমবির সন্দেহভাজন এই তিন সদস্যকে গ্রেপ্তার করে।

কয়েক মাস ধরে দক্ষিণ কলকাতার মধ্যবিত্তদের বসবাসের জন্য সাশ্রয়ী এলাকা হরিদেবপুরে ভাড়া বাসায় বাস করে আসছিলেন তারা। যা স্থানীয়দের উদ্বেগ বৃদ্ধি করেছিল।

কলকাতা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যমকে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।’