কাজাখস্তানে ‘জাতিগত সহিংসতায়’ আটজন নিহত, আহত ৪০
কাজাখস্তানের জামবিল প্রদেশে এক জনসমাবেশে দুপক্ষের মধ্যে সহিংসতায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪০ জন। গতকাল শনিবার জামবিল প্রদেশের কিরগিস্তান সীমান্তবর্তী মাসাঞ্চি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ এক সংবাদ সম্মেলনে জানান, মাসাঞ্চিতে প্রায় ৩০০ লোক সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় গুলি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সহিংসতার মধ্যে মাসাঞ্চি এলাকার প্রায় ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এরলান তুরগুমবায়েভ। তবে কী কারণে এ সহিংসতার সূত্রপাত, তা জানাননি তিনি।
এ ছাড়া এ সহিংসতার একপর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজন পুলিশ আহত হন।
এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দেশটির কিরগিজস্তান সীমান্তে অবস্থিত মাসাঞ্চি গ্রামের দানগান গোষ্ঠী ও হুয়ি মুসলিমদের মধ্যে বিরাজমান জাতিগত বিরোধের জেরে এ সহিংসতার ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনার পর শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ। এ ছাড়াও মাসাঞ্চি এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।