কাতারে করোনায় পাঁচ শতাধিক বাংলাদেশি আক্রান্ত, ৩ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

বৈশ্বিকভাবে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

 

আসুদ আহমেদ বলেন, ‘কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।’

কাতারে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, করোনাভাইরাসে কাতারে মোট সাতজনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪২৮ জনে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের দেশে আক্রান্তদের মধ্যে ৩৭৩ জন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছে।

ঢাকার সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, কাতারে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কাজ করছে।