কানাডায় এক বাড়ি থেকে গুলিবিদ্ধ চার মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/27/british_columbia.jpeg)
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রিচমন্ড আবাসিক এলাকার একটি বাড়িতে গুলিবিদ্ধ চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : রয়টার্স
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার শহরের একটি বাড়িতে গুলিবিদ্ধ চারটি মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ভ্যানকুভার শহরের রিচমন্ড এলাকার একটি বাড়িতে মৃতদেহগুলো পাওয়া যায়।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তারা পরস্পরকে চিনতো বলে ধারণা পুলিশের।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে এমনিতে শান্ত এ আবাসিক এলাকায় ঘটা হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। তবে, ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে পুলিশ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/01/27/british_columbia_inside.jpg 687w)
তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।