কানাডায় পৌঁছেছে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান গতকাল রোববার কানাডায় পৌঁছেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
আজ সোমবারই কানাডায় করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। দেশটির কিছুসংখ্যক মানুষ আজ টিকাটি পেতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে রোববার রাতে টুইটারে ট্রুডো বলেন, ‘ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ কানাডায় এসে পৌঁছেছে।’
টুইটে ট্রুডো একটি কার্গো উড়োজাহাজের ছবি দেন। এই উড়োজাহাজেই করোনা ভ্যাকসিন কানাডায় এসেছে বলে প্রতীয়মান হয়।
প্রাথমিকভাবে কানাডার ১৪টি স্থানে ৩০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করা হবে। শুরুতে বয়স্কসহ সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
এদিকে ট্রুডো আরো বলেন, ‘করোনার টিকা কানাডায় এসেছে, এটা ভালো খবর। তাবে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই শেষ নয়।’