কানাডায় রুশ বিদ্বেষ, নাগরিকদের ভ্রমণে না যেতে পরামর্শ মস্কোর
কানাডায় অবস্থান করা রুশ নাগরিকরা বিদ্বেষের শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। এমনকি তাদের আক্রমণ ও মারধর করা হচ্ছে। এর জেরে রুশ নাগরিকদের কানাডায় ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে মস্কো। গতকাল শনিবার (২২ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। এই আগ্রাসনের পর থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে কানাডা। এমনকি শতাধিক রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে জাস্টিন ট্রুডো প্রশাসন। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সীমিত করেছে তারা।
নাগরিকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কানাডায় অবস্থান করা আমাদের নাগরিকদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে। অনেক ঘটনায় আমাদের নাগরিকদের মারধরও করা হচ্ছে। এজন্য পর্যটন, শিক্ষার উদ্দেশ্যে এবং ব্যবসায়িক কারণে দেশটিতে ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, ‘আপনি (রুশ নাগরিক) যদি ইতোমধ্যে কানাডায় থাকেন, তবে আপনাকে বিশেষ করে জনসমাগম হয় এমন এলাকাগুলোতে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’
নির্দেশনামূলক ওই চিঠিতে ২০ এপ্রিলের তারিখ উল্লেখ করা রয়েছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে শনিবার এটি প্রকাশ করা হয়।
তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে কানাডার ৩৩৩ জন কর্মকর্তা ও জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের প্রতিক্রিয়ায় এমনটি করা হয়েছে বলে দাবি করছে রয়টার্স।