কাবুলে আরও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় আজ শুক্রবারও ইসলামিক স্টেটের (আইএস) আরও হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, ‘আইএস আরও হামলা চালাতে পারে, যুক্তরাষ্ট্রের সেনারা সতর্ক অবস্থানে রয়েছে। বিমানবন্দরকে লক্ষ্য করে গাড়িবোমা বা রকেট হামলা চালাতে পারে তারা। প্রস্তুতি হিসেবে আমরা সবকিছুই করছি।’
বৃহস্পতিবারের জোড়া বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে ৬০ জন আফগান নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
পরে আইএসের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। আইএস বলেছে, মার্কিন সেনাসহ তাদের সহযোগী ও অনুবাদক আফগানদের লক্ষ্য করে আইএসের একটি আত্মঘাতী বোমা হামলাকারী দল এ হামলা পরিচালনা করেছে।
এদিকে, হামলার পরও কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আফগান সহযোগী ও বিদেশি নাগরিক, কূটনীতিক ও সেনাদের ফিরিয়ে আনার কার্যক্রম অব্যহত রয়েছে। এ মাসের মধ্যেই সব বিদেশি সেনা প্রত্যাহারে তালেবানের সঙ্গে প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের।
তালেবানের একজন মুখপাত্র হামলাকে ‘দুবৃত্ত গোষ্ঠী’র কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বিদেশি সেনারা চলে যাওয়ার পর তারা (হামলাকারীরা) ধরাশায়ী হবে।