কাবুলে মিছিল ছত্রভঙ্গ করতে ‍শূন্যে গুলি তালেবানের

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে তালেবান সদস্যরা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়েছে তালেবান সদস্যরা।

মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ক্লিপে দেখা গেছে, মুহুর্মুহু গুলির শব্দে অনেক লোক দৌঁড়ে পালাচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

আগেরদিন সোমবার নারীদের ছোট একটি দল উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে তাদের অধিকার রক্ষার দাবি জানিয়ে মিছিল করে।

এর আগে গত শুক্র ও শনিবার কাবুলের পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল একদল নারী সাংবাদিক ও অধিকার আন্দোলন কর্মী। শনিবারের বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টাকালে তালেবান কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিলে বিশৃঙ্খলা শুরু হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ নারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও পেপার স্প্রে ছোড়ে তালেবান নিরাপত্তা রক্ষীরা। 

সম্প্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

তালেবান এখনও সরকারের ঘোষণা দেয়নি, কিন্তু আফগানরা কাবুল, হেরাত ও মাজার-ই-শরিফে বিচ্ছিন্নভাবে ছোট ছোট বিক্ষোভ মিছিল করছে বলে খবর গণমাধ্যমের।