কাবুলে শিখ মন্দিরে বিস্ফোরণ, নিহত ২

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্দিরটির এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছে।

আজ শনিবার স্থানীয় সময় সকালের দিকের এ ঘটনায় ঘটে। মন্দিরের ভেতর তখন অন্তত ৩০ জন লোক ছিলেন। খবর আল জাজিরার।

এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছিল, এতে দুজন নিহত হয়। গাড়িটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

তালেবান কর্তৃপক্ষ স্থানটির নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তিনি। তবে কারা হামলাটি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে কাবুলে একটি গুরুদুয়ারার (শিখ মন্দির) কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণ আফগানিস্তানের রাজধানী কেঁপে উঠে।

‘বিস্ফোরণগুলোর শব্দ কাবুলের কারতে পারওয়ান এলাকা থেকেও শোনা গেছে। বিস্ফোরণের ধরন ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি,’ টুইটারে বলেছে টোলো নিউজ।

রয়টার্স জানিয়েছে, টোলো নিউজে সম্প্রচারিত ‍ফুটেজে শিখ মন্দির এলাকা থেকে উপরের দিকে ধোঁয়া উঠতে দেখা গেছে।