কাবুলে হামলার ঘটনায় তালেবান যোদ্ধাদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে ও গুলিবর্ষণে মার্কিন সেনাসহ শতাধিক নিহতের কথা জানা গেছে। তবে, এ ঘটনায় তালেবান যোদ্ধাদের কেউ নিহত হয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তালেবানের চিকিৎসক দলের এক সদস্য ২৮ জন তালেবান নিহতের কথা জানালেও পরে সশস্ত্র সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তা অস্বীকার করেছেন।

অন্যদিকে, হামলার দায় স্বীকারকারী ইসলামিক স্টেট দাবি করেছে, তালেবান যোদ্ধারাও হামলায় নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পশতু সার্ভিসকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘এই হামলায় আমাদের (তালেবান) কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় হামলা হয়েছে। ’

তালেবান মুখপাত্রের এই বক্তব্য বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

আফগান স্বাস্থ্য কর্মকর্তা ও তালেবানের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, কাবুল বিমানবন্দরের সামনে জোড়া বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় ২৮ জন তালেবান সদস্যসহ ৭২ আফগান নিহত হয়েছে।

পরে রয়টার্স অবশ্য তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বক্তব্যের কথাও উল্লেখ করেছে।