কামড়ে ধরা হাঙরকে ডাঙায় তুলে আনলেন যুবক (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জেনসন সৈকতে গোসল করার সময় এক যুবকের হাত কামড়ে ধরে একটি হাঙ্গর। তিনি বুঝতে পেরেই পানি থেকে উঠে আসেন। তবে তাঁর মধ্যে কোনো আতঙ্কের ছাপ দেখা যায়নি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে ওই অবস্থায় কোলে করে তুলে নিয়ে আসেন তিনি। পানি থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন।

হাঙরটিকে ছাড়াতে মোট সময় লাগে ৪৫ মিনিট। ততক্ষণ পর্যন্ত তিনি এক প্রকার নির্লিপ্ত অবস্থাতেই ছিলেন। এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, হাঙরটি বেশ ছোট আকারের। এটি নার্স শার্ক নামে পরিচিত। এ ধরনের হাঙ্গর আকারে ছোট হলেও আক্রমণ প্রবণতা বেশি।