কারাগারে আমরণ অনশনে সৌদি নারী অধিকারকর্মী

Looks like you've blocked notifications!
সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকারকর্মী লুজাইন আল-হাসুল। ছবি : রয়টার্স

সৌদি আরবের নারী মানবাধিকারকর্মী লুজাইন আল-হাসুল কারাগারে আমরণ অনশন শুরু করেছেন। লুজাইন আল-হাসুল ২০১৮ সাল থেকে কারাগারে রয়েছেন। কারাগারে বন্দি থাকা অবস্থায় লুজাইন আল-হাসুলকে কোনো ফোনকল রিসিভ করতে দেওয়া হয় না। এরই প্রতিবাদে লুজাইন অনশন শুরু করেছেন।

লুজাইনের বোন লিনা আল-হাসুল বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল মঙ্গলবার বলেন, ‘সোমবার থেকে লুজাইন অনশন শুরু করেছে। তাঁকে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয় না। তারঁ সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে।’

এর আগে গত আগস্টে লুজাইন ছয় দিনের জন্য অনশন করেন। সে সময় তাঁকে দিনে পরিবারের লোকজনের একটিমাত্র ফোনকল রিসিভ করার অনুমতি দেওয়া ছিল এবং ছয় মাসে দুজন পারিবারিক সদস্য তাঁর সঙ্গে দেখা করতে পারতেন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা ৩১ বছর বয়সী লুজাইনকে আটক করে রাজধানী রিয়াদের আল-হেয়ার কারাগারে রাখা হয়েছে। তিনি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। ২০১৪ সালেও তিনি ৭০ দিনের জন্য আটক হয়েছিলেন।