কাশ্মীরি ফটোসাংবাদিককে বিদেশ যেতে বাধা

Looks like you've blocked notifications!
জম্মু ও কাশ্মীরের পুলিৎজারবিজয়ী ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তো। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পুলিৎজারবিজয়ী ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তোকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর প্যারিসের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু তাঁকে যেতে দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এসব তথ্য জানায়।

ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তো টুইটারে জানিয়েছেন, ফরাসি ভিসা থাকা সত্ত্বেও তাঁকে আটকে দেওয়া হয়েছে।

মাত্তো বলেন, ‘একটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিতে আমার দিল্লি থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল। ফরাসি ভিসার বন্দোবস্ত থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে আমাকে আটকে দেওয়া হয়েছে। আমি কেন ভ্রমণ করতে পারব না, আমাকে সেরকম কোনো কারণ বলা হয়নি।’

সেরেনডিপিটি আর্লস বৃত্তি-২০২০-এর আওতায় ফটোসাংবাদিক মাত্তোর প্যারিসের ওই আলোকচিত্র প্রদর্শনীতে যাওয়ার কথা ছিল।

তবে জম্মু ও কাশ্মীর পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ভারতে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি কাভার করে ২০২২ সালে পুলিৎজার পুরস্কারের ফিচার ফটোগ্রাফি বিভাগে বিজয়ী হওয়া রয়টার্সের সাংবাদিকদের টিমের সদস্য সানা ইরশাদ মাত্তো।